এসএসসি ২০২২ পরীক্ষার রেজাল্ট কবে দিবে || ssc 2022 result publish date

বন্ধুরা কেমন আছো সবাই। তোমাদের সকলের এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেছে। এখন অনেকেই পরীক্ষার রেজাল্ট নিয়ে চিন্তা করতেছো। এসএসসি পরীক্ষার রেজাল্ট কত তারিখে দিবে? ২০২২ সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার তারিখ? এই রকম অনেকেই প্রশ্ন করছেন। হয়তো গুগলে সার্চ করেই আপনি এই আর্টিকেলটি পড়ছেন। একটু লক্ষ করলেই দেখতে পারবে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন তারিখ দেওয়া রয়েছে ফলাফল দেওয়ার। 

Ssc 2022 result publish date, ssc 2022 result kobe diba, এসএসসি ফলাফল কবে দিবে, এসএসসি ২০২২, এসএসসি ফলাফল দেওয়ার তারিখ


কোথাও ১০ নভেম্বর, কোথাও ৩০ নভেম্বর, কোথাও ১০ ডিসেম্বর আবার কোথাও বা ৩০ ডিসেম্বর। এছাড়াও আরোবনেক ডেটই দেখতে পারছো। তুমি হয়তো এখন কনফিউজড হয়ে যাচ্ছে আসলে তোমাদের পরীক্ষার রেজাল্ট বা ফলাফল কবে বা কত তারিখে দিবে। বিভিন্ন ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে এই রকম ভিন্ন ভিন্ন তারিখ ঘোষণা করা হচ্ছে। সব জায়গায় ভুল তথ্য থাকলেও আমি কিন্তু তোমাদের ১০০% সত্য তথ্যই দেব।

Ssc exam 2022 result publish date

দেখো এখন যতগুলো রেজাল্ট পাবলিশের তারিখ বলা হচ্ছে তার মধ্যে একটাও সঠিক নয়। কারন রেজাল্ট প্রস্তুত হওয়ার পরে আনুষ্ঠানিক ভাবে রেজাল্ট প্রকাশের তারিখ ঘোষণা করা হবে শিক্ষামন্ত্রনালয় থেকে। তখন তোমরা ফলাফল প্রকাশের তারিখ টিভি চ্যানেল সহ সব জায়গাতেই দেখতে পারবে। এখন চলো অনুমান করে দেখি রেজাল্ট কবে প্রকাশ করতে পারে। তোমাদের বড় ভাই বোনেরা যখন ২০২১ সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলো তার ৪০ দিন পরে কিন্তু ফলাফল দিয়েছিলো। তাদের কিন্তু তোমাদের মতো ৯ বিষয়ে পরীক্ষা হয়েছিলো না। মাত্র গ্রুপ সাবজেক্ট এর পরীক্ষাগুলো হয়েছিলো তবুও কিন্তু ৪০ দিন সময় লেগেছে। 

তোমাদের রেজাল্ট প্রকাশ সম্পর্কে শুধু মাত্র একটাই ঘোষণা দিয়েছেন দিপু মণি। তিনি বলেছেন পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে রেজাল্ট দেওয়া হবে। এখন আসি তোমাদের পরীক্ষা কত তারিখে শেষ হয়েছে। দেখো তোমাদের অধিকাংশেরই কিন্তু ১৫ ই অক্টোবর ব্যবহারিক সহ পরীক্ষা শেষ হয়েছে। কিন্তু দিনাজপুর বোর্ডে ২০ অক্টোবর পরীক্ষা শেষ হয়েছে। এখন যদি এই পরীক্ষা শেষ এর তারিখের সাথে ৬০ দিন বাড়িয়ে দেও তাহলে সেটা হবে ২০ ডিসেম্বর। শিক্ষামন্ত্রনালয় থেকে কখনো এইরকম সময়ে রেজাল্ট প্রকাশ করবে না। যদি করে ২৫-৩০ ডিসেম্বর এর মধ্যে করবে। তবে যদি রেজাল্ট আগেই প্রস্তুত হয়ে যায় তাহলে ২৭-৩০ নভেম্বর এও কিন্তু রেজাল্ট প্রকাশ করতে পারে। এটা সম্পুর্ণ নিরভর করছে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের উপরে। তবে তোমরা নিশ্চিত থাকো যে ২০২৩ সালের আগেই তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে। এখন অনেকেই অবসর সনয় কাটাচ্ছো তাই চাইলে নিচের আর্টিকেলটি পড়তে পারো।

এসএসসির পরীক্ষার পরের সময় কিভাবে কাজে লাগাবো।

Post a Comment

Previous Post Next Post