Daraz Mystery Box
আসসালামুআলাইকুম বন্ধুগন। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে দারাজ মিস্ট্রি বক্স নিয়ে কিছু বিষয় ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো। আমি আশা করি আপনাদের বুঝতে কোন সমস্যা হবে না।
দারাজ মিস্ট্রি বক্স কিঃ দারাজ বাংলাদেশের সবচেয়ে বড় ই-কমার্স ওয়েবসাইট। বর্তমান আধুনিক যুগে সবাই অনলাইনে থেকে নিজের প্রয়োজনীয় জিনিস পত্র ক্রয় করেন। বাংলাদেশের অধিকাংশ মানুষই অনলাইনে ক্রয় বলতে দারাজ কেই বুঝে। দারাজ তাই কিছু দিন পর পর স্পেশাল ক্যাম্পেইন গুলোতে মিস্ট্রি বক্স Daraz Mystery Box দিয়ে থাকে। মিস্ট্রি বক্স হলো একটা রহস্যময় বক্স। যার মধ্যে কি থাকবে সেটা বক্স খোলার আগে কোনভাবেই আপনি জানতে পারবেন না। এক কথায় একটা সারপ্রাইজ বক্স। হয়তো বক্স অর্ডার করতে কিছু টাকা লাগে তবে অনুভূতি হয় গিফট পাওয়ার মতো।
মিস্ট্রি বক্স কখন পাওয়া যায়ঃ মিস্ট্রি বক্সগুলো বিশেষ ক্যাম্পেইগুলোতে দারাজ দিয়ে থাকে। বেশিরভাগ সময় বিকাল ৫ টা- ৬ টা এবং রাত ৮ টা- ৯টা পর্যন্ত লাইভ হয় মিস্ট্রি বক্স। তবে অনেক সময় সকালে এবং দুপুরের দিকেও দিয়ে থাকে।
মিস্ট্রি বক্স কিনতে কত টাকা লাগেঃ বন্ধরা মিস্ট্র বক্সের দাম বিভিন্ন ক্যাম্পেইনে বিভিন্ন রকমের হয়ে থাকে। তবে ৬,৭,৮,১১,১২,১৪,২৬ টাকার মিস্ট্রি বেশি দিয়ে থাকে। কখনো কখনো ১-৫ টাকার মধ্যেও মিস্ট্রি বক্স দিয়ে থাকে। আবার কখনো কখনো দাম বেশি হয়ে যেতে পারে।
মিস্ট্রি বক্সে কি ডেলিভারি চার্জ লাগেঃ মিস্ট্রি বক্সে কোন সিপিং ফ্রি নেই না। মানে কোন ডেলিভারি চার্জ লাগে না। আপনার ইচ্ছামতো জায়গায়ে সম্পুর্ণ ফ্রি ডেলিভারি তে mystery box daraz নিতে পারবেন৷ তবে বিভিন্ন ক্ষেত্রে মিস্ট্রি বক্সের সাথে ডেলিভারি চার্জও নিয়ে নেয়।
মিস্ট্রি বক্স কিভাবে কিনবোঃ বন্ধুরা দারাজের মিস্ট্রি বক্সগুলো মাত্র কিছু সময়ের জন্য স্টোক থাকে। ৫০০০ মিস্ট্রি বক্স দিলেও ১ মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। আপনি অন্যান্য প্রোডাক্ট যেমন ভাবে কিনেন তেমনি কিনতে পারবেন। তবে Buy bow তে ক্লিক করলে অনেক বার error দেখায়। বার বার ব্যাক করে আবার buy now তে ক্লিল করে নিতে হয় মিস্ট্রি বক্স। আর মিস্ট্রি বক্সের লিংক দারাজের অফিসিয়াল ফেসবুক পেজ এবং দারাজ অ্যাপ এর হোম স্কিনের উপরে স্লাইডারে লিংক পাওয়া যায়। সেই লিংকে গিয়েই Daraz mystery box কিনতে হয়।
মিস্ট্রি বক্সে কি কি পাওয়া যায়ঃ যদি মিস্ট্রি বক্সের কথা বলি তাহলে বলবো আপনার কখনো লচ যাবে না মিস্ট্রি বক্স কিনলে। কারন আপনি মাত্র ১২ টাকারে মিস্ট্রি বক্স পাচ্ছেন কিন্তু আমি আজ পর্যন্ত যা যা পেয়েছি তা কমপক্ষে ২০০ টাকার উপরে দাম ছিলো। অনেক সময় ৩০০০০ টাকা দামের জিনিসও পাওয়া যায় মিস্ট্রি বক্সে। আবার অনেক সময় নষ্ট প্রোডাক্টও পাওয়া যায় mystery বক্স থেকে। আমার পাওয়া কয়েকটি মিস্ট্রি বক্সের ছবি এই আর্টিকেলটির অনেক জায়গাতে দিয়ে দিয়েছি। আপনারা দেখিতেই পাচ্ছেন কেমন জিনিস দেয় আসলে দারাজ।
তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আপনার আরো কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন।
Post a Comment