বন্ধুরা কেমন আছো সবাই?
আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের ইতিমধ্যে এসএসসি পরীক্ষা শেষ হয়েছে। তোমরা এখন প্রায় সকলেই অবসর সময় কাটাচ্ছো। অনেকেই হয়তো তোমরা এই সময়টা কাজে লাগতে চাচ্ছো। তোমরা কিন্তু পরীক্ষার পরে প্রায় ২-৩ মাস সময় ছুটি পাচ্ছো। এই সময়টুকুতে চাইলেই তোমরা অনেক কিছু শিখতে বা করতে পারবে। তো চলো দেখে নিই তোমার জন্য কোন কোন কাজগুলো সবচেয়ে ভালো হবে এই অবসর সময়ে।
এসএসসির পর অবসর সময় কি কি শেখা ভালো হবে।
১. কুরআন শেখাঃ দেখ তুমি যদি একজন মুসলিম হয়ে থাকো কিন্তু আরবি/কুরআন পরতে না পারো তাহলে এটার চেয়ে লজ্জার মতো আর কোন বিষয় হয় না। দেখ তুমি ইংরেজি ঠিকই পড়তে পারো কিন্তু আরবিটা কেন পড়তে পারো না নিজেই ভেবে দেখ। যারা কুরআন শরীফ পড়তে পারেন না তারা এই ছুটির সময়ে পড়ে নিতে পারো। আর যদি তুমি কুরআন পড়রে পারো কিন্তু উচ্চারণ শুদ্ধ না হয়ে থাকে তাহলে শুদ্ধ ভাবে কুরআন শিখতে পারো। দেখ তুমি কিন্তু প্রতি বছর যেই পরিমান বই এবং গাইড বই মিলে পাহাড় সমান বই পড়ছো। সেই পাহাড় সমন বই থেকে তুমি যে জ্ঞান অর্জন করতে পাড়বে না কিন্তু শুধু তোমাদের একটা গাইড বইরের সমান কুরআন শরীফ থেকে ইহকাল এবং পরকাল সম্পর্কে সকল জ্ঞানই লাভ করতে পারবে৷ এতো বছর কষ্ট করে বই পস্তুক পড়ে ভালো একটা চাকরি নাও পেতে পারো কিন্তু যদি কুরআন পড়ো এবং আল্লাহর দেখানো পথ অনুসরণ করে চলতে পারো তাহলে অন্তত পরকালে তোমার জন্য জান্নাত সুনিশ্চিত হয়ে থাকবে। তোমাদের সামর্থ্য এবং ধর্য থাকলে কুরআন মুখস্থও করতে পারো।
২. কৃষিকাজ শেখাঃ দেখো আমি তোমাদের মাঠে গিয়ে কৃষিকাজ করতে বলছি না। তোমাদের বাড়ির সাথে অন্তত কিছুটা জমি পড়ে থাকে। যাদের ফাকা জমি নেই ছাদ আছে সেখানেও ছোট খোট শাক-সবজি গুলো অন্তত রোপণ করতে পারো। ফাকা জায়গায় যদি কিছু উর্বর মাটি দিয়ে কিছু লাল শাকের বীজ ছিটিয়ে দাও আর একটু যত্ন নেও তাহলেই কিছুদিন পরে অন্তত বাড়িতে রান্না করে খাওয়ার মতো কিছু তরকারি পাবে। এইভাবে বিভিন্ন সবজি গাছ যেমনঃ পুইশাক, লাউ, সূর্যকুমড়া, বেগুন, মরিচ ইত্যাদি গাছ লাগাতে পারো। দেখ বর্তমানে তরীতরকারির যে পরীমান দাম তোমার এই সামান্য পরিশ্রম দিয়েই তুমি পরিবারের জন্য কিছু খাবার উৎপাদন করতে পারো। সাথে বিভিন্ন ফলের গাছও লাগাতে পারো। পরিবারের চাহিদা মেটানোর সাথে সাথে কিছু নতুন কাজও তোমার শেখা হয়ে যাবে।
৩. কম্পিউটার প্রশিক্ষণঃ বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। তুমি যদি কম্পিউটারে পারদর্শী হও তাহলে চাকরির ক্ষেত্রে তোমার একটু বেশি সুযোগ সুবিধা হবে। তোমার আশেপাশের যেকোন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকেই কম্পিউটার শিখতে পারো। বর্তমানে বাংলাদেশের প্রায় প্রতিটি ইউনিয়ন পরিষদে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়। চাইলে সেখান থেকেও শিখতে পারো। এছাড়াও নিজের কোন বন্ধু বা আত্নীয়ের কাছে কম্পিউটার থাকলে তাদের কাছ থেকেও কম্পিউটারের বেসিক কিছু কাজ শিখে নিতে পারো।
৪. ফ্রিল্যান্সিংঃ বর্তমান যুগ ইন্টারনেট ভিত্তিক এক ডিজিটাল যুগ। অনেকেই ফ্রিল্যান্সিং করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। তবে এই কাজ শেখাও তেমন সহজ না। তোমরা চাইলে ফ্রিল্যান্সিং এর যেকোন সেক্টরের কাজ শিখতে পারো। যেমনঃ গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট ইত্যাদি। তুমি যেকোন একটা সেক্টর বেছে নিয়ে ইউটিউব/গুগলে সার্চ করে করে ওই কাজ সম্পর্কে বেসিক জ্ঞান জেনে নিজে নিজে চেষ্টা করতে থাকলেই একদিন ওই কাজের উপর পারদর্শী হয়ে উঠতে পারবে। আমি কোন কোর্স করতে বলবো না। তবে যদি তোমার আশেপাশে কোন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্র থাকে তাহলে সেখান থেকে কোর্স করতে পারো।
৫. ইংরেজি শেখাঃ ইংরেজি হলো আন্তর্জাতিক ভাষা। তুমি যদি ইংরেজি ভালো পারো। তাহলে তা তোমাকে ভালো একটা চাকরি পেতে সাহায্য করবে। তুমি যেহেতু এসএসসি পর্যন্ত পড়েছো সেহেতু তোমার ইংরেজি সম্পর্কে ভালোই জ্ঞান আছে। এখন তুমি বেশি বেশি ইংরেজি ডিকশনারি পড়লে আর গ্রামারের নিয়ম গুলো দেখলেই আশাকরি খুব সহজেই ইংরেজিতে পারদর্শী হতে পারবে। পাশাপাশি ইংরেজি মুভি বা কার্টুন দেখতে পারো।
৬. কলেজ ভর্তি প্রস্তুতিঃ তোমাদের অনেকের শখের কিছু কলেজ রয়েছে। সেখানে ভর্তি হতে হলে তোমাকে নিশ্চয় ভর্তি পরীক্ষা দিতে হবে। তাই চাইলে এই সমটুকুতে তোমাদের ড্রিম কলেজে ভর্তির জন্য যেই প্রস্তুতিগুলো দরকার সেইগুলো নিয়ে রাখতে পারো।
৭. বিশ্রাম নেওয়াঃ তুমি যদি এই কাজগুলো পারো বা করার ইচ্ছা না থাকে অথবা এই কাজ ছাড়াও অন্য কাজ করবে না। তাহলে তুমি আরাম করতে পারো। অনেক পরিশ্রম করেছো এখন এইছুটির সময়টুকু খেয়ে এবং ঘুমিয়ে কাটিয়ে দেও।
আরো পড়ুনঃ Ssc 2022 result publish date
Post a Comment