ফাইবারে প্রথম অর্ডার কিভাবে পাবো? ফাইবারে অর্ডার পায় না কেন?

আসসালামুয়ালাইকুম বন্ধুগন। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আমাদের আজকের আর্টিকেলটি হলো ফাইবার নিয়ে। আমি ফাইবারে নতুন অবস্থাতে কেন অর্ডার আসে না, কিভাবে প্রথম অর্ডার পাওয়া যায় এই বিষয় নিয়েই আজকের আর্টিকেলটিতে আলোচনা করবো।

ফাইবারে প্রথম অর্ডার কিভাবে পাবো? ফাইবারে অর্ডার পায় না কেন?


বন্ধুরা বর্তমানে ইন্টারনেটের যুগে সবাই ঘড়ে বসেই অর্থ উপার্যন করতে চায়। আর এই ঘড়ে বসে টাকা আয় করার প্রক্রিয়াকেই ফ্রিল্যান্সিং বলে। যারা ফ্রিল্যান্সিং করে তাদের বলা হয় ফ্রিল্যান্সার। বর্তমানে ফ্রিল্যান্সিং এর কাজ করার জন্য অসংখ্য ওয়েবসাইট রয়েছে। তার মধ্যে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস হলো ফাইবার। বর্তমানে ফাইবারে সেলারের চেয়ে বায়ার অনেক বেশি। ফলে অনেকেই অর্ডার পাচ্ছে না। আপনি যদি ৩-৪ বছর ধরে কাজ শিখে এক্সপার্ট হয়ে কাজ না পান তাহলে এর চেয়ে দুঃখের বিষয় আর হতে পারে না। অনেকেই আছে ফাইবারে একাউন্ট খোলার ১ দিনের মধ্যেই অর্ডার পেয়ে যায় আবার অনেকের ১ বছর হয়ে যায় তবুও কোন অর্ডার পায় না। তাই আমি মনে করি এই বিষয়ে আপনাদের সঠিক কিছু তথ্য দেওয়া অত্যন্ত প্রয়োজন।

ফাইবারে নতুন অবস্থায় কাজ পাওয়ার ট্রিকসঃ

১. সুন্দর ভাবে তথ্য বহুল গিগ লেখা। গিগে নিজের বিষয়ে বেশি না বলে কাজের সমর্কে কি কি জানেন আর কি কি সার্ভিস দিবেন তা সংক্ষিপ্ত আকারে দেওয়ার চেষ্টা করুন। অনেক বায়ার বেশি লেখা পছন্দ করে না৷ তাই যতটুকু প্রয়োজন সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখবেন।

২. ভালো গিগ ইমেইজ দেওয়াঃ কোন বায়ার তার প্রয়োজনীয় সার্ভিসটির নাম লিখে যখন সার্চ করে তখন তার নজর পড়ে সর্বপ্রথম গিগের ইমেইজ এর উপরে৷ আপনার গিগের ইমেইজ যদি তার কাজ রিলেটেড হয় এবং তার যদি পচ্ছন্দ হয় তাহলে সে নিশ্চিত গিগে ক্লিক করবে।

৩. সম্ভব হলে গিগে ভিডিও দেনঃ আপনার যদি সম্ভব হয় তাহলে ক্যামেরার সামনে এসে আপনার কাজের অভিজ্ঞতা এবং পুর্বের কিছু কাজের ডেমো গুলো দেখাবেন ভিডিওতে। অনেকেই গিগে ভিডিও দিয়ে ভালো ফলাফল পাচ্ছে।

৪. সঠিক ক্যাটাগরি নির্বাচনঃ বেশির ভাগ বায়ার কিন্তু তার কাজের ক্যাটাগরির মধ্যে থেকে তার প্রয়োজনীয় সার্ভিস খুজে। আপনার কাজ যেই ক্যাটাগরি রিলেটেড আপনি সেই ক্যাটাগরিতেই গিগ দিবেন।

৫. বেশি সময় একটিভ থাকাঃ আপনার প্রথম অর্ডার পেতে হলে অবশ্যই যতবেশি সম্ভব ফাইবারে এক্টিভ থাকতে হবে। কারন আপনার কোন রেটিং নাই। আপন যদি একজন বায়ার হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই যেই গিগে ভালো রিভিউ আছে সেই গিগে অর্ডার করবেন৷ এখন আপনি সেলার আর আপনার গিগে কোন রেটিং নেই। এখন আপনার কাজের জন্য একটিভ থাকতেই হবে। অনেক বায়ার যারা একটিভ থাকে তাদের সাথে কথা বলে কনফর্ম হয়ে অর্ডার করে। তবে রাত্রে বেশিক্ষন ফাইবারে একটিভ থাকলে কাজ বা অর্ডার পাওয়ার চান্স বাড়বে।

৬. নিয়মিত বায়ার রিকুয়েস্ট পাঠানোঃ অনেক সময় বায়ার নিজেই লোক খুজে পোস্ট দেয়। সেখানে আপনি কাজটা করতে পারবেন বলে আপনি তার পোস্ট এ বিট করতে পারবেন। বায়ারের যাকে ভালো লাগবে তাকে সে অর্ডার করবে।

৭. সোস্যাল মিডিয়া থেকে বায়ার আনাঃ ধরেন আপনি অ্যাপ ডেভেলপমেন্ট ভালো পারেন সেক্ষেত্রে অ্যাপ ডেভেলপমেন্ট কিছু ভালো ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে থাকবেন । কারোর অ্যাপ বানানোর দরকার হলে আপনি ফাইবারের লিংক দিয়ে তাকে অর্ডার করতে বলতে পারবেন। যদি আবার আপনি গ্রাফিক্স ডিজাইন বা ওয়েব ডিজাইন ভালো পারেন সেক্ষেত্রে আপনি এইসব গ্রুপে অ্যাড হয়ে থাকতে পারেন।

৮. অন্যান্য মার্কেটপ্লেসেও একাউন্ট করাঃ শুধু মার্কেটপ্লেস বলতে ফাইবার আছে তা না তো। ফাইবার ছাড়াও অনেক মার্কেটপ্লেস রয়েছে যেখানে কাজ পাওয়া অনেক সহজ। অনেকেই ফাইবারে অর্ডার না পেয়ে সেইসকল মার্কেটপ্লেসে গিয়ে ভালো পরিমান অর্ডার পাচ্ছে।

তো বন্ধুরা এই ৮ টা বিষয়ে নজর রেখে কাজ করলে ইনশাআল্লাহ অর্ডার পাবেন। আর অর্ডার না পাওয়ার কারনগুলো হলো এইগুলো না করা। আজকে এক পর্যন্তই। আপনার আরো কোন কিছু জানার প্রয়োজন হলে কমেন্ট করুন।

ফাইবারে প্রথম অর্ডার কিভাবে পাবো? ফাইবারে অর্ডার পায় না কেন?


Post a Comment

Previous Post Next Post