আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই?
আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বর্তমানে ভিডিও কন্টেন্ট এর যেই পরিমান চাহিদা সেটা কিন্তু আমরা সবাই জানি। শুধু ভিডিও বানিয়েই মাসে লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব। তেমনি কার্টুন ভিডিওতে কিন্তু লাখ লাখ টাকা আরামেই ইনকাম করা সম্ভব। এখন হয়তো সবাই ইনকাম করার জন্য কার্টুন ভিডিও বানাবেন না। তবুও আমি জানি আপনাদের মধ্যে অধিকাংশ মানুষই ইউটিউব/ফেসবুকে আপলোড করার জন্য কার্টুন ভিডিও বানাবেন।
কার্টুন ভিডিও মূলত বাচ্চাদের জন্য তৈরি করা হলেও কিন্তু অনেক প্রাপ্ত বয়স্ক ব্যাক্তিও কার্টুন দেখতে পছন্দ করে৷ কিছু কার্টুন কন্টেন্ট ক্রিয়েটরদের আপনি নিশ্চয় চিনতে পারবেন। Shamima Sraboni cartoon video crate in mobile. Bogurar Adda cartoon video in Android। এইরকম কার্টুন ভিডিও চাইলেই আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই বানিয়ে নিতে পারবেন। প্লে স্টোরে অনেকগুলো অ্যাপ পেয়ে যাবেন। সেখানে জাস্ট কিছু সময় দিয়ে এবং ভয়েস ওভার দিয়ে বানিয়ে ফেলতে পারবেন একটি কার্টুন ভিডিও। আজকের আর্টিকেলটিতে আমি আপনাদের সেই সকল কিছু অ্যাপ এর সাথেই পরিচয় করিয়ে দেব। যেইগুলো দিয়ে আপনি অনায়াসে কয়েক মিনিটেই বানিয়ে ফেলতে পারবেন আপনার প্রয়োজনীয় কার্টুন ভিডিও। তো চলুন আজকে যেই যেই অ্যাপগুলো নিয়ে কথা বলবো সেইগুলো দেখে নিই।
1. Plotagon Story
বন্ধুরা আমাদের আজকের লিস্টে সবার প্রথমে এই plotagon story অ্যাপটি রাখছি। এই অ্যাপটি দিয়ে কার্টুন ভিডিও বানানো কি পরিমানে সহজ তা লিখে প্রকাশ করা সম্ভব নই। আপনার কার্টুন ভিডিও বানানো সম্পর্কে কোন আইডিয়া না থাকলেও এই অ্যাপ দিয়ে কার্টুন বানিয়ে ফেলতে পারবেন। এই অ্যাপ এ রয়েছে অসংখ্য কার্টুন ক্যারেক্টার, ব্যাকগ্রাউন্ড, রিকেশন। আপনি চাইলে নিজের মতো করে কার্টুন ক্যারেক্টার কাস্টমাইজ করে নিতে পারবেন। অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ইমেইজ আছে চাইলে সেইগুলো কার্টনের ব্যাকগ্রাউন্ড এ লাগাইতে পারবেন। ক্যারেক্টারে যেকোন রিয়েকশন দিতে পারবেন। হাসা, কাদা, কথা বলা, বসা, দৌড়ানো, হাটা যেকোন জায়গায় বসানো সব কিছুই করতে পারবেন। এই অ্যাপ থেকেই একের পর এক ক্যারেক্টার এর ভয়েস দিতে পারবেন। কার্টুন ক্যারেক্টার এর ভয়েস চেঞ্জ করতে পারবেন।
এই অ্যাপটি প্লে স্টোরে এভেলেবল আছে। সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন অ্যাপটি। বর্তমানে অ্যাপটিতে ৫ মিলিয়ন এর অধিক ডাউনলোড আছে। অ্যাপটির সাইজ ২০০ এম্বির মতো।
2. Tween Craft
আমাদের আজকের cartoon video maker অ্যাপ এর ২ নাম্বার লিস্টে রয়েছে TweenCraft অ্যাপটি। আপটিতে আপনারা ছোট বড় সকল ধরনের ক্যারেক্টারই পেয়ে যাবেন। আপনার ইচ্ছামতো ক্যারেক্টার ব্যবহার করে ভয়েস দিয়েই সেভ করে নিতে পারবেন আপনার কার্টুন ভিডিওটি। ব্যাকগ্রাউন্ডও অনেক গুলো পেয়ে যাবেন।
এই অ্যাপটি প্লে স্টোরে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। অ্যাপটিতে বর্তমান ইন্সটল সংখ্যা ১ মিলিয়ন+। এবং অ্যাপটির সাইজ মাত্র ৮২ এম্বি।
3. Chroma Toons
বাচ্চাদের জন্য কার্টুন ভিডিও বানাবেন তাও যদি আবার মোবাইল দিয়ে হয় তাহলে তো এই অ্যাপ এর চেয়ে আর ভালো অ্যাপ আর কোথাও পাবেন না। যদিও অ্যাপটা ফ্রি তবে একটু অ্যাডস বেশিই আসে। অতিরিক্ত অ্যাড এ একটু বিরক্ত হলেও আপনি এই অ্যাপ দিয়ে সজজেই কার্টুন ভিডিও বানাতে পারবেন। Tuni cartoon, rupkothar cartoon, story cartoon এইরকম কার্টুন যদি বানাতে চান। এই ধরনের সকল কার্টুন ক্যারেক্টার এই অ্যাপটিতে পেয়ে যাবেন৷ এছাড়াও Chroma Toons এর অফিশিয়াল ওয়েবসাইটে অসংখ্য কার্টুন ক্যারেক্টার পেয়ে যাবেন যেইগুলো নিয়ে আপনি সহজেই কার্টুন বানিয়ে নিতে পারবেন। ক্যারেকটার হাটা চলা, কথা বলা, রাগ প্রকাশ যেকোন কমান্ড দিতে পারবেন। যেকোন ব্যাকগ্রাউন্ড ইমপোর্ট করে ব্যবহার করতে পারবেন।
অ্যাপটি প্লে স্টোরে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। অ্যাপটিতে বর্তমানে ইন্সটল আছে ১ লক্ষ এর উপরে। অ্যাপটির সাইজ ৩০ এম্বির মতো।
4. FlipaClip
আপনি যদি সম্পুর্ণ নিজের হাতে একে একে 2d cartoon ভিডিও বানাতে চান তাহলে এই অ্যাপটি আপনার জন্য বেস্ট হবে। এই অ্যাপটিতে আপনি কোন ক্যারেক্টার বা ব্যাকগ্রাউন্ড পাবেন না। যা করতে হবে নিজেই হাতে একেএকে করতে হবে। ক্যারেক্টার তৈরি, এনিমেশন করানো সবই ফ্রেম বাই ফ্রেম হাতে একে করতে হবে। সম্পূর্ণ নিজেই করতে হবে তাই এই অ্যাপ দিয়ে কার্টুন ভিডিও বানানো কঠিন। কিন্তু নিজে নিজে সম্পূর্ণ কিছু বানাতে চাইলে এটাই বেস্ট হবে।
এই অ্যাপটিও অন্যান্য অ্যাপ এর মতো প্লে স্টোরে ফ্রিতেই পেয়ে যাবেন। অ্যাপটিতে বর্তমানে ১০ মিলিয়নেরও বেশি ইন্সটল রয়েছে। অ্যাপটির সাইজ ৬০ এম্বির মতো।
তো বন্ধুরা এই ছিলো আমাদের আজকের আর্টিকেল। আরো কোন কিছু জানার বা প্রশ্ন থাকলে কমেন্ট করবেন।
Post a Comment