আসসালামু-আলাইকুম বন্ধুগন। কেমন আছেন সবাই?
আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম TechIeWays এর আরো একটি নতুন আর্টিকেলে। আজকের আর্টিকেলে আমি আলোচনা করবো। Seo এর ব্যপারে। Seo কি Seo এর কাজ কি। এসইও সম্পর্কে বিস্তারিত জানতে মনোযোগ সহকারে আজকের এই আর্টিকেলটি পড়তে থাকুন।
SEO কিঃ-
এসইও এর পুর্ণরুপ হলো সার্চ ইঞ্চিন অপটিমাইজ। কোন কিছুর তথ্যকে সার্চ ইঞ্জিনে অপটিমাইজ বা সেটআপ করা কিংবা সাবমিট করাই হচ্ছে এসইও । এখানে কোন একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে সাবমিট করাকে বা অপটিমাইজ করাকে বলা হয় এসইও । যেমনঃ- আমরা যখন গুগোলে কোন একটি বিষয় নিয়ে সার্চ করি আর গুগোল আমাদেরকে ওই বিষয়ে অনেক গুলো ফলাফল দেখায় । আর এই ফলাফল গুলোর মধ্যেই কিছু সংখ্যক ফলাফল প্রথমে দেখায় এবং কিছু সংখ্যক ফলাফল সবার শেষে দেখায়। এই যে, গুগলে অনেকগুলো ফলাফল একসাথে দেখায়। আর এই ফলাফল গুলো গুগোলের সার্চের ফলাফলে নিয়ে আসাটাই হলো এসইও । SEO এর অনেকগুলো নিয়ম আছে তার মাধ্যমে গুগোলের সার্চের মধ্যে বা অন্য যেকোন সার্চ ইঞ্জিনের যেকোন ওয়েবপেজ বা ওয়েবসাইটকে প্রদর্শন করানো সম্ভব হয়। তবে তার জন্য এসইও এর সকল নিয়ম মেনে কাজ করলে খুব দ্রুত করা সম্ভব হবে।
SEO যেভাবে কাজ করেঃ-
এসইও কাজ করে সার্চ ইঞ্জিনের সাথে। আমরা যখন কোন একটি বিষয় নিয়ে সার্চ ইঞ্জিনে কোন তথ্য দিয়ে সার্চ করি তখন আমাদের সামনে সেই সার্চ ইঞ্জিন অনেকগুলো ফলাফল প্রদর্শন করে । আর এর মাধ্যমে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্য গ্রহন করে থাকি । আমাদের এই ফলাফল সংগ্রহে যে মাধ্যমটি কাজ করেছে তাই হলো এসইও । আর এসইও এভাবে অনেক প্রকার ফলাফল প্রদানে সাহায্য করে থাকে ।
আমাদের হয়তো কোন একটি ওয়েবপেজ বা কোন একটি ওয়েবসাইট রয়েছে । তার মধ্যে আমরা এখন চাচ্ছি আমাদের পেজটি বা সাইটটি মানুষের সার্চের ফলাফল প্রদর্শন করুন । আর তার জন্য আমরা এখন আমাদের ওয়েবপেজ টিকে সার্চ ইঞ্জিনে সাবমিট করবো । আর তার জন্য আমাদেরকে সার্চ ইঞ্জিনের ওয়েবমাষ্টার টুলস ব্যবহার করতে হবে ।
ওয়েবমাষ্টার টুলসে ওয়েবপেজ বা ওয়েবসাইট সাবমিট করার পরে এবারে আমাদেরকে সঠিক ওয়েবপেজটিকে বা ওয়েবসাইটটিকে ইন্ডেক্স করতে হবে । এতে করে খুব দ্রুত সময়ে আমাদের ওয়েবপেজটি বা ওয়েবসাইটি সার্চ রেজাল্টে দেখানো শুরু হবে ।
এসইও এর কাঠামো হলো কোন একটি ওয়েবপেজ বা ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের সার্চ রেলাল্টে নিয়ে আসা ।
ভালো লিখেছেন
ReplyDeleteব্লগারে এসইও করবো কিভাবে?
ReplyDeletePost a Comment